1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
নামাজ পড়া অবস্থায় ময়মনসিংহে শিক্ষকের মৃত্যু
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৪:৪০ পূর্বাহ্ন

নামাজ পড়া অবস্থায় ময়মনসিংহে শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
Dead

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ কোর্ট মসজিদে শনিবার (২১ জানুয়ারি) এশার নামাজ পড়ার সময় আব্দুল হেলিম খান পাঠান (৭৪) মাস্টারের মৃত্যু হয়েছে।

মসজিদের মুসল্লী চা দোকানদার মো. হারুন মিয়া জানান, রাত ৭টা ৩০ মিনিটে এশার নামাজ শুরু হয়। নামাজের নিয়ত করে প্রথম রাকাতে দাঁড়ানো অবস্থায় তিনি ঢলে পড়েন। এ সময় পাশে থাকা কয়েকজন মুসল্লী নামাজ ছেড়ে দিয়ে উনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৌশিক পাল বলেন, আব্দুল হেলিম খানকে হাসপাতালে ৭টা ৪৫ মিনিটের দিকে আনা হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।

আব্দুল হেলিম খান পাঠান বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মৃত আজমত আলী খান পাঠানের ছেলে। স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তিনি উপজেলার কিল্লা বোকাইনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক