ময়মনসিংহের নান্দাইলে ১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি-দিদুরপুল-কালীয়ান বাজার সড়ক (চেইনেজ ০০-৫০০ মিটার) এবং বালুয়া পুকুরপাড় কারী সাহেবের বাড়ী-খেলনার বাপের ঘাট পাকা সড়কের কাজের শুভ (চেইনেজ ০০-১০০০ মিটার) উদ্বোধন করেন এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫২ লাখ এবং ৯৯ লাখ টাকা ব্যয়ে শুক্রবার (২৫ আগষ্ঠ) সকাল ১১ টায় সড়ক দুটির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী শাহবুর রহমান সজীব,ইউপি চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন মন্ডল, স্থানীয় ইউপি সদস্যসহ আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।