1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. mymensinghlive@gmail.com : mymensinghlive :
  3. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  4. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ধূমপানে করোনায় মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ বাড়ে
বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ০৭:২৯ পূর্বাহ্ন

ধূমপানে করোনায় মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ বাড়ে

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : সোমবার, ৩১ মে, ২০২১

ধূমপান থেকে দূরে থাকুন। কারণ ধূমপানই বহু জটিল রোগ এবং করোনাভাইরাসে মৃত্যুর প্রবণতাকে ৫০ শতাংশ বাড়িয়ে দেয়।

শনিবার ‘কমিট টু কুইট’ তামাক বিরোধী প্রচারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়িসাস।

টেড্রস অ্যাডানম গেব্রেয়িসাস বলেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া এবং করোনায় মৃত্যুর ৫০ শতাংশ ঝুঁকি বাড়ে ধূমপায়ীদের। সুতরাং করোনায় মৃত্যুর ঝুঁকি কমাতে ধূমপান ছেড়ে দেওয়াই শ্রেয়।
তিনি আরও জানান, শুধু করোনায় নয়, ধূমপান ছাড়লে ক্যানসার, হৃদরোগ এবং ফুসফুসঘটিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে।

তাই বিশ্বের সমস্ত দেশের কাছে হু আবেদন জানিয়েছে তারা যেন এই প্রচারে অংশ নিয়ে তামাকমুক্ত পরিবেশ গড়ে তুলতে উদ্যোগী হয়। ধূমপান স্বাস্থ্যের কতটা ক্ষতি করে সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র প্রধান।

প্রয়োজনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ভাইবার, উইচ্যাট-এর মতো নেটমাধ্যমকে কাজে লাগিয়ে সতর্কতার বার্তা ছড়িয়ে দিতে সচেষ্ট হতে হবে বলে জানিয়েছেন টেড্রস অ্যাডানম গেব্রেয়িসাস।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Advert-370
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক