থাইল্যান্ডের ভিসা-প্রক্রিয়া সহজ করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

থাইল্যান্ডের ভিসা-প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। বুধবার সকালে রাজধানীর অভিজাত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাওয়ে একটি অনুষ্ঠানে থাইল্যান্ড সরকারের প্রতি এ অনুরোধ জানান। টপ থাই ব্র্যান্ড-২০১৯-এর তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন আজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

মন্ত্রী বলেন, থাইফুড আমাদের দেশে অনেক প্রিয়। থাইল্যান্ডের পর্যটন শিল্প বিশ্বের অন্যতম। থাইল্যান্ডে আমাদের দেশ থেকে স্বাস্থ্য সেবা নিতেও সেখানে যায়। তিনি বলেন, থাইল্যান্ডের ভিসা পেতে আমাদের দেশের মানুষের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তাই আমি অনুরোধ করব, ভিসা-প্রক্রিয়া আরো সহজ করা হয়। এতে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বাড়বে।

মন্ত্রী বলেন, থাইল্যান্ডের সাথে বাংলাদেশের অনেক বাণিজ্য ঘাটতি আছে। ভবিষ্যতে কমিয়ে আনা দরকার। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুস্থ ও শান্তিপুর্ণ পরিবেশ আছে। থাইল্যান্ড বেশি বেশি বিনিয়োগ করতে পারে। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক যেমন বৃদ্ধি পাবে, তেমনি বাণিজ্য ঘাটতিও কমে আসবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ড হাইকমিশনের চার্জ দ্য আফেয়ার্স ক্রোয়েশি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top