ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আগামী বছরে মে মাসের ৫ তারিখ থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ডকে নিয়ে হবে ত্রিদেশীয় সিরিজ। আয়ারল্যান্ডের অনুষ্ঠিতব্য এই সিরিজে একে অপরের সাথে দুইবার করে মুখোমুখি হবে। পয়েন্টের ভিত্তিতে শীর্ষে থাকা দুটি দল ১৭ মে ফাইনাল খেলবে।

ত্রিদেশীয় এই সিরিজ শুরু হবে ম্যালাহাইডে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ওয়ানডে ম্যাচের ঠিক দুই দিন পরে। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজ ছাড়াও আয়ারল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচ টি-২০ সিরিজসহ সব মিলিয়ে ঘরের মাঠে ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচই হবে আয়ারল্যান্ডের চারটি আন্তর্জাতিক ভেনুতে। তন্মধ্যে ম্যালাহাইডে পাঁচটি, ক্লোনটার্ফে তিনটি, স্ট্রমমন্টে পাঁচটি ও ব্রেডিতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম টেস্টকে সামনে রেখেই হবে সব কিছু। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আয়ারল্যান্ড পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলেছে ২০১৮ সালের মে মাসে। ২০১৯ সালের মার্চে আয়ারল্যান্ড তাদের প্রথম অ্যাওয়ে টেস্ট ম্যাচ খেলবে। তিন ম্যাচ টেস্ট সিরিজে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top