1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ঢাকা-ময়মনসিংহ রেলপথে টায়ার জ্বালিয়ে জামায়াতের বিক্ষোভ
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন

ঢাকা-ময়মনসিংহ রেলপথে টায়ার জ্বালিয়ে জামায়াতের বিক্ষোভ

ময়মনসিংহ লাইভ ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
জামায়াত

ঢাকা-ময়মনসিংহ রেলপথের টঙ্গী-জয়দেবপুর স্টেশনের মাঝামাঝি সামান্তপুর এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার মো. হানিফ আলী বলেন, দুষ্কৃতকারীরা জয়দেবপুর-টঙ্গী স্টেশনের মাঝামাঝি ধীরাশ্রম এলাকায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে আগুন দেয়। এ সময় তারা রেললাইন অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ভোর সাড়ে ৬টার দিকে জয়দেবপুর-টঙ্গী রেল সড়কের সামান্তপুর এলাকায় ৭-৮ জন লোক রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। পরে টায়ারের আগুন নিভিয়ে রেললাইন থেকে সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক