1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ঢাকা কাঁপাতে আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ পূর্বাহ্ন

ঢাকা কাঁপাতে আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : বুধবার, ২২ জুন, ২০২২
Shilpa shetty Live

ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। আসন্ন জুলাইয়ে অনুষ্ঠিতব্য মিরর ম্যাগাজিন আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেসেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’ উপলক্ষ্যে ঢাকায় আসছেন ‘ধাড়কান’ খ্যাত এই নায়িকা।

আয়োজকরা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানী শহরের বনানীতে পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকা’র বলরুমে হবে সেই অনুষ্ঠান।

৩০ জুলাই অনুষ্ঠিত হবে মিরর ও ম্যাক্স শপারস আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিল্পা। শুধু অতিথি হিসেবে নয়, পারফর্ম করতেও দেখা যাবে শিল্পাকে।

এক ভিডিও বার্তায় ঢাকায় আসার খবর নিশ্চিত করে শিল্পা শেঠি নিজেও। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন।’

শিল্পা ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এ এক্সপোতে পুরো সময়জুড়েই উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, মেহজাবীন, অপু বিশ্বাস, দীঘিসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক