ডাববোঝাই অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা : নিহত ৩

বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়ার আদমদীঘি উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে ৫টার দিকে আদমদীঘি থেকে একটি ডাববোঝাই অটোরিকশা মুরইলের দিকে যাচ্ছিল। এ সময় মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার অটোরিকশাটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে দুই গাড়ির মোট আটজন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের শ্যামল সহন (৫৫) মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালক দুপচাঁচিয়া উপজেলার আফজাল হোসেন (৪৫) এবং সান্তাহার এলাকার শহীদুল ইসলাম (৬৫) মারা যান।

আহত অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম ওই সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে রয়েছে। প্রাইভেট কারের দুই যাত্রীর অবস্থাও সংকটাপন্ন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top