টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। নেপিয়ারে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথমটি।
বাংলাদেশ দলের সদস্যরা হচ্ছেন তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

বন্ধ্যাত্ব ঘোচাতে মরিয়া বাংলাদেশ

প্রথমবারের মতো ওয়ানডে জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে-টেস্ট সিরিজে বাংলাদেশ ‘আন্ডারডগ’ হিসেবেই মাঠে নামবে বলে জানালেন টাইগার দলের কোচ কোচ স্টিভ রোডস।
এ পর্যন্ত চার বার নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ। কোনো সফরেই নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি তারা। তবে এই বন্ধ্যাত্ব ঘোচাতে মরিয়া টাইগার কোচ রোডস। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে এমন মন্তব্য করলেন তিনি। রোডস বলেন, ‘আমরা জানি নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় তুলে নেয়া অনেক কঠিন, তাই বাস্তবতাটা আমরা স্বীকার করি।’

নিউজিল্যান্ডের মাটিতে জয় হীন অবস্থায় আরও একটি সফর শুরু করছে বাংলাদেশ। তাই ‘আন্ডারডগ’ তকমাটা রয়েছে বাংলাদেশের গায়ে। তবে এতে কোন সমস্যা নেই রোডসের। ‘আন্ডারডগ’ তকমাটা পছন্দ হয়েছে তার। তিনি বলেন, ‘আন্ডারডগ তকমাটা আমার পছন্দ হয়েছে। আন্ডারডগ হিসেবে আমরা অনেক সময় অনেক বড় দলকে অবাক করে দিয়েছি। আমি মনে করি নিউজিল্যান্ডও জানে বাংলাদেশকে হারাতে হলে তাদের খুব ভালো ক্রিকেটই খেলতে হবে।’

এবারের নিউজিল্যান্ড সফর বাংলাদেশের জন্য আগামী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মিশন। এমন গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে দ্বিগুন ধাক্কা খায় টাইগাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের লিগ পর্বে পায়েরগোড়ালির ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে পড়েন ডান-হাতি পেসার তাসকিন আহমেদ। তাসকিনকে হারানোর দুঃখ ভুলতে না ভুলতে আরো বড় ধরনের ধাক্কা খেতে হয় বাংলাদেশকে। দলের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান আঙ্গুলে চোট পেয়ে অন্তত তিন সপ্তাহের জন্য বিশ্রামে চলে যান। ফলে এখন পর্যন্ত নিশ্চিত যে, নিউজিল্যান্ডের সফরে ওয়ানডে সিরিজে খেলছেন না সাকিব। বিপিএলের ফাইনালে ব্যাটিং করার সময় আঙ্গুলে ব্যাথা পান তিনি।
তাসকিন-সাকির না থাকায় নিউজিল্যান্ড সফরটি অনেক বেশি কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য তা স্বীকার করতে ভুল করেননি রোডস। তিনি বলেন, ‘তাসকিন-সাকিব না থাকায় ওয়ানডে সিরিজটি আমাদের জন্য কঠিন হয়ে গেছে।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top