জিবুতিতে নৌকাডুবির ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার

পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে শরণার্থী বোঝাই দু’টি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের লাশ পাওয়া উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকা ডুবে যাওয়ার পর থেকেই শরণার্থীদের খোঁজে উদ্ধার কাজ চলছে।

এর আগে আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, জিবুতির উত্তর-পূর্বাঞ্চলের একটি ম্যানগ্রোভ এলাকার গোডোরিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে গেছে।

খবর পাওয়া মাত্রই সেখানে উদ্ধার কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে জীবিত উদ্ধার করে। এখন পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উপকূলরক্ষী বাহিনীও সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে। দুটি নৌকা দিয়ে অভিযান এখনো চলছে।

মঙ্গলবার বিকেলে শরণার্থী বোঝাই নৌকা দুটি ডুবে যায়। নৌকাগুলোতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করা হয়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আইওএমের মুখপাত্র জানিয়েছেন, ওই নৌকা দুটি ইয়েমেনের দিকে যাচ্ছিল। মাঝপথেই নৌকা দুটি দুর্ঘটনাকবলিত হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top