জামালপুরে ৪ চিকিৎসকসহ আরো ৮ করোনা রোগী শনাক্ত

corona effected

জামালপুরে নতুন করে আরো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  নমুনা পরীক্ষা শেষে ৪ জন চিকিৎসক, ১ জন নার্স এবং ৩ জন পুলিশ সদস্যের দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে জামালপুর স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জামালপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪ জনে দাঁড়ালো। এদের মধ্যে ৬ চিকিৎসকসহ ১৮ জনই স্বাস্থ্যকর্মী।

এদিকে আক্রান্তদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে নিজেদের বাড়ি ফিরে গেছেন। এছাড়াও জেলার দেওয়ানগঞ্জ উপজেলার একজনের মৃত্যু হয়েছে এবং জেলার ইসলামপুর উপজেলায় মৃত দুই নারীর নমুনা পজেটিভ পাওয়া গেছে। সেই হিসাবে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩৭ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন আক্রান্তরা হলেন, জামালপুর জেনারেল হাসপাতালের একজন সহকারী সার্জন, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের একজন রেডিওলজিস্ট, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী মেডিকেল অফিসার, জামালপুর জেনারেল হাসপাতালের একজন নার্স, জেলা পুলিশের বিশেষ শাখার একজন এসআই, পুলিশ সুপার কার্যালয়ের দুইজন কনস্টেবল।

ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শফিকুজ্জামান জানান, গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় জামালপুরে নতুন করে আরো আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জন চিকিৎসক, ৩ জন পুলিশ সদস্য ও ১ জন নার্স রয়েছেন।

Share this post

scroll to top