রাস্তা পার হওয়ার সময় এক যুবক ট্রাকচাপায় নিহত হন; অপরজন নিহত হয়েছেন কাভার্ডভ্যানের টায়ার বিস্ফোরণে।
জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান জানান, ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাথরঘাটা এলাকায় রাস্তা পারাপারের সময় আরমান মিয়া (২২) নামে এক যুবক ট্রাকচাপায় নিহত হয়েছেন। তার বাড়ি ইসলামপুরের চরগাওকুড়া গ্রামে। বাবার নাম উসমান গনি।
ট্রাকটি দেওয়ানগঞ্জ থেকে জামালপুর শহরে যাচ্ছিল বলে জানান ওসি। এদিকে বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে জামালপুর-কামালপুর সড়কে পণ্যবাহী কভার্ডভ্যানের টায়ার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশে থাকা একটি চলন্ত অটোরিকশা ছিটকে গিয়ে দূরে পড়ে। এ সময় রাস্তার ইট-পাটকেলের আঘাতে অটোরিকশায় থাকা শামীম মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়।
শামীম শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্বছনকান্দা মৃধাপাড়া গ্রামের ফুটা মিয়ার ছেলে।