1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
জামালপুরে রেল স্টেশনের প্লাটফর্মে সন্তান প্রসব করেছেন যাত্রী
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন

জামালপুরে রেল স্টেশনের প্লাটফর্মে সন্তান প্রসব করেছেন যাত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
সন্তান প্রসব

জামালপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে সন্তান প্রসব করেছেন এক যাত্রী। রেলওয়ে পুলিশ ও নারী যাত্রীদের সহযোগিতায় নিরাপদে ছেলে সন্তানের জন্ম দেন প্রসূতি।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে ওই রেলওয়ে থানার ওসি গুলজার হোসেন জানান।

সীমা বেগম (২৮) নামে ওই নারী জামালপুর জেলার দেওয়ানগঞ্জের কালিকাপুর মাটিয়াখোলা গ্রামের মো. শাহাজলের স্ত্রী।

পরিবারটি শুক্রবার সকালে গাজীপুরের জয়দেবপুর থেকে জামালপুরগামী একটি ট্রেনে উঠেন গ্রামের বাড়ির উদ্দেশে।

শাহাজল জানান, তিনি গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় কাঠমিস্ত্রির কাজ করেন। তার স্ত্রী সেখানেই বিডিফুডের একটি কোম্পানিতে চাকরি করেন। গর্ভবতী স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি যেতে শুক্রবার সকালে গাজীপুরের জয়দেবপুর থেকে একটি ট্রেনে উঠেন। ট্রেনে ওঠার পর থেকেই সীমার প্রসব ব্যথা শুরু হয়।

সন্তান প্রসবের সময় রেলওয়ে থানার নারী পুলিশ-নারী যাত্রীরা কাপড় ও ওড়না দিয়ে ঘিরে নিরাপদে তার সন্তান প্রসব করান।

এ সময় একজন যাত্রী তার চিকিৎসক স্ত্রীকে ফোনে ঘটনাস্থলে ডেকে আনেন। বর্তমানে প্রসূতি ও নবজাতক ভালো আছে বলে জানায় পুলিশ। রেলওয়ে পুলিশ, ট্রেনযাত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবারটি।

তাদের আরও দুটি ছেলে আছে জানিয়ে শাহাজল বলেন, তার স্ত্রীর তৃতীয় সন্তান প্রসবে রেলওয়ে পুলিশ ও নারী যাত্রীরা ব্যাপক সহযোগিতা করেছেন।

এদিকে জেলার নামানুসারে শিশুটির নাম ‘শাহ জামাল’ রাখেন জামালপুর রেলওয়ে থানার ওসি গুলজার হোসেন। পরিবারটিকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক