জামালপুরের বকশীগঞ্জে নিজের শোয়ার ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তিন দিন আগে ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
সোমবার সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে সাজিমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আদর আলী (৫৫)। তিনি ওই গ্রামের মৃত ওহিজল হক নবীর ছেলে।
স্বজন ও স্থানীয়রা বলছেন, তিন দিন আগে আদর আলী তাঁর স্ত্রীকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। গতকাল রোববার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঢোকেন। আজ সোমবার সকালে ঘুম থেকে না উঠলে, বড় ছেলে ও ছেলের স্ত্রী ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। এ ঘটনায় আপাতত থানায় একটি ইউডি মামলা হয়েছে।