জামালপুরের ইসলামপুরে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মুরছালিন (৮)। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু মোরছালিন ওই গ্রামের জালালের ছেলে। শিশুর মা-বাবা পোষাক কারখানায় কাজ করায় সে দাদীর নিকট থাকতো।