1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  3. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
জামালপুরে ঘর থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২, ০১:০৩ পূর্বাহ্ন

জামালপুরে ঘর থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
মেলান্দহ

জামালপুরের মেলান্দহে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) রাত ৮টায় পৌরসভার গোবিন্দপুর গাড়োয়ালপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত মা-মেয়ে হলেন- জয়ফল বেগম (৫৫) ও স্বপ্না বেগম (২৫)। জয়ফল বেগম স্বামী নাম মৃত আকমল চৌধুরী।

Girl in a jacket

প্রতিবেশীরা জানিয়েছেন, আকমল চৌধুরীর দুই ছেলে মিলন ও মিস্টার ওমান প্রবাসী। আরেক ছেলে জহুরুল ইসলাম বাড়িতেই থাকেন। বোন স্বপ্নার বিয়ে হয়েছিল যশোরে। তার বিয়ে বিচ্ছেদ হয়েছিল। জহুরুল ইসলামের সঙ্গে মা ও বোনের কলহ হয়। এ নিয়ে একই বাড়ির আঙ্গিনায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। দুদিন আগে জহুরুল ইসলাম সস্ত্রীক বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে দুদিন ধরে ঘরের দরজা জানালা বন্ধ ছিল। একইসঙ্গে দুদিন ধরে ওমান থেকে জয়ফলের ছেলেরা ফোনে মাকে না পেয়ে বিচলিত হয়ে পড়েন।

একপর্যায়ে ওমান থেকে দুই ছেলে আত্মীয়-স্বজনদের কাছে ফোন দেন। খবর পেয়ে জয়ফলের ভাই মানিকসহ অন্যান্য স্বজনরা গোবিন্দপুরে এসে দরজা জানালা ভেঙে ঘরে প্রবেশ করলে গলাকাটা লাশ দেখেন। মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে হইচই শুরু হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সস্ত্রীক জহুরুল ইসলামকে পুলিশ হেফাজতে নিয়েছে।

মেলান্দহ থানার ওসি এম এম ময়নুল ইসলাম বলেন, ‘লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত চলছে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক