1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. mymensinghlive@gmail.com : mymensinghlive :
  3. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  4. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
জামালপুরে করোনায় দুইজনের মৃত্যু
বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ০৬:০১ পূর্বাহ্ন

জামালপুরে করোনায় দুইজনের মৃত্যু

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
jamalpur corona

jamalpur coronaজামালপুরে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একজন জেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম শফি (৫৯), অন্যজন পিডিবির ড্রাইভার কাইসার বাবুল (৫৮)।

করোনায় আক্রান্ত হবার পর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের বাড়ি শহরের দেওয়ান পাড়া ও মুকন্দবাড়ি গ্রামে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, ২৭ আগস্ট জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে নমুনা পরিক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হন পিডিবির ড্রাইভার কাইসার বাবুলের। ওইদিনই তাকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাসেবা দেয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে উন্নততর চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কাইসার বাবুলের বাড়ি জামালপুর শহরের মুকন্দবাড়ি।

অপরদিকে জামালপুর থেকে ঢাকায় গিয়ে নমুনা পরিক্ষার পর পজেটিভ শনাক্ত হন জেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম শফি। পরে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসা চলাকালে হার্ট অ্যাটাক হলে অবস্থার অবনতি পর আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম শফির মৃত্যু হয়। সে জামালপুর শহরের দেওয়ান পাড়ার চাঁন মিয়ার ছেলে।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, জামালপুরে পরীক্ষা-নিরীক্ষা করে অবস্থার অবনতি হলে পিডির ড্রাইভার কায়সার বাবুলকে ময়মনসিংহ নেবার পথে মারা যান। শফিকুল ইসলাম ঢাকায় নমুনা পরিক্ষা করেছেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Advert-370
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক