1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
জামালপুরে অন্তঃসত্তা প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন

জামালপুরে অন্তঃসত্তা প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
RAP-ধর্ষণ

জামালপুরের বকশীগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার বিকেলে ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার প্রতিবন্ধী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফরহাদ হোসেন বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের ভাটিপাড়ার মকবুল হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের প্রতিবন্ধী এক নারীর ৪ বছর পূর্বে বিয়ে হয় দেওয়ানগঞ্জ উপজেলার কলাকান্দা এলাকায়। তার স্বামীও মানসিক ভারসাম্যহীন। জীবিকার তাগিদে সে ঢাকায় থাকে। এ কারণে ওই নারী তারা বাবার বাড়িতেই থাকে। বিভিন্ন সময়ে প্রতিবেশী সম্পর্কে চাচা দুই সন্তানের জনক ফরহাদ হোসেন প্রতিবন্ধী ওই নারীকে লোভ লালসা দেখিয়ে কুপ্রস্তাব দিত। এই ঘটনা ফরহাদের পরিবারকে জানায় ওই প্রতিবন্ধী নারীর বাবা-মা।

গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়িতে কেউ না থাকায় ৫ মাসের অন্তস্বত্বা প্রতিবন্ধী ওই নারীকে ফুসঁলিয়ে বাড়ির পাশে ব্রীজে নিয়ে যায় ফরহাদ। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে জানাইলে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু বাড়িতে গিয়ে সে ঘটনা তার বাবা মাকে জানায় ওই প্রতিবন্ধী। এক পর্যায়ে সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তার স্বজনরা তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। শুক্রবার ফরহাদের বিরুদ্ধে থানায় মামলা করেন নির্যাতনের শিকার প্রতিবন্ধী নারী বাবা। পরে বিকালে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এই ঘটনায় প্রতিবন্ধী মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে। ভিকটিম জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক