চীনে যাওয়া বিদেশিদের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে বিমানে করে চীন ঘোরা বিদেশিদেরও রাশিয়ায় প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

আজ মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে সরকারি ওয়েবসাইটে প্রকাশিত একটি আদেশে জানিয়েছে মস্কো। এর আগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেয় রাশিয়া।

তখন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য চীনের নাগরিকদের জন্য ইলেক্ট্রনিক ভিসার সুযোগও বন্ধ করে দেবে মস্কো।

বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস ২৪টি দেশে ছড়িয়েছে। তবে চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি জাপানে। সেখানে ২০ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া, থাইল্যান্ডে ১৯ জন, সিঙ্গাপুরে ১৮ জন এবং দক্ষিণ কোরিয়ায় ১৫ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে নতুন করে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই হুবেই এর বাসিন্দা। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৫ জনে। এছাড়া সোমবার নতুন করে ৩ হাজার ২৩৫ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ হাজার ৪৩৮ জনে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। পার্সটুডে।

Share this post

scroll to top