পাকিস্তানের পাঞ্জাবে চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেছে। এতে কমপক্ষে ৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
রোববার সকালে এ ঘটনা ঘটেছে পাঞ্জাবের রাজনপুর জেলায়। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, একজন সুফি সাধকের ভক্তদের নিয়ে বাসটি সাখি সারোয়ার থেকে জ্যাকোবাবাদে যাচ্ছিল। পথে চালক ঘুমিয়ে পড়েন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধারকারীরা সেখানে ছুটে যান। আহতদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের পাঠানো হয়েছে রাজনপুর জেলা হাসপাতালে।
অন্যদের নেয়া হয়েছে ফাজিলপুরের স্থানীয় হাসপাতালে। নিহতদের মধ্যে দুটি শিশু এবং একজন নারী রয়েছেন।