শেরপুরে যার পরিচিতি ছিলেন ‘ইংরেজির জাহাজ’ হিসেবে। স্বনামধন্য সেই শিক্ষাগুরু নারায়ণ স্যার খ্যাত (নারায়ণ চন্দ্র সাহা) আর নেই। কার্ডিয়াক জটিলতায় আক্রান্ত হয়ে বুধবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি পরলোকগমন করেন। তিনি শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক।
দায়িত্ব পালন করেছেন শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এবং সুরেন্দ্র মোহন মডেল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও। তার দুই সন্তানের মধ্যে বড় ছেলে নিলয় সাহা কানাডাপ্রবাসী এবং ছোট ছেলে অ্যাডভোকেট মলয় সাহা হাইকোর্টে আইন পেশার সঙ্গে জড়িত।
নারায়ণ চন্দ্র সাহা ছিলেন সত্তরের দশকের একজন বিশিষ্ট নাট্যশিল্পী। তিনি রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮১-এর সাবেক অ্যাসিস্ট্যান্ট গভর্নর, রোটারি ক্লাব অব শেরপুরের পাস্ট প্রেসিডেন্ট, শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নারায়ণ চন্দ্র সাহার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেলে শেরপুরে জিকে পাইলট হাই স্কুল, মডেল গার্লস ইনস্টিটিউট এবং শহরের নাগপাড়া এলাকার বাসভবনে রাখা হয়। পরে শেরপুর পৌর শেরি মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তার মৃত্যুতে হুইপ আতিউর রহমান আতিক, জেলা চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম হিরো গভীর শোক প্রকাশ করেছেন।