1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ঘোড়াঘাটে ট্রলির চাকায় পৃষ্ঠ হয়ে শিশু নিহত
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ট্রলির চাকায় পৃষ্ঠ হয়ে শিশু নিহত

মো. ফরিদুল ইলাম, ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
Accident- mymensingh live

দিনাজপুরের ঘোড়াঘাটে ইট বহনকারী একটি ট্রলির চাক্কায় পৃষ্ঠ হয়ে সিফাত (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে পৌরসভার পাঁচপীর এলাকার রানা মিয়ার ছেলে।

বুধবার (১১ জানুয়ারী) বেলা ১১টার দিকে ঘোড়াঘাট পৌর এলাকার পাঁচপীর মসজিদ সংলগ্ন রাস্তায় এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থেকে একটি ইট বহনকারী ট্রলি ঘোড়াঘাট ত্রিমোহনী ঘাট ব্রিজ পার হয়ে পাঁচপীর এলাকায় পৌঁছে। এ সময় রাস্তার পাশ্ববর্তী একটি বাড়ী থেকে শিশুটি দৌড় দিয়ে রাস্তায় উঠলে ট্রলির চাক্কার পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। পরে স্থানীয়রা শিশুটিকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াঙ্ক কুন্ডু তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, নিহত শিশুর পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইট ভর্তি ট্রলিটি ঘটনাস্থলেই পড়ে রয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক