গৌরীপুরে ধানের শীষের নির্বাচনী কার্যালয় ভাংচুর

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর রায়গঞ্জ বাজারে নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে যুবলীগ ছাত্রলীগ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জি. এম ইকবাল হোসেইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিনভর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে গনসংযোগ শেষে রাত ৮টায় রায়গঞ্জ বাজারে গনসংযোগ শেষে পথসভা করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই কোন কারন ছাড়া নৌকা সমর্থক স্থানীয় যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা স্বশস্ত্র হামলা করে আমার নির্বাচনী কার্যালয় করে তান্ডব চালায়। এখন তারা উল্টো অপপ্রচার করছে। ইকবাল আরো জানান, এর আগে বোকাইনগর ইউনিয়নে আমার প্রচার মাইক এবং মইলাকান্দা ইউনিয়নে প্রচার মাইক বহন কারী সিএনজি নিয়ে গেছে ছিনিয়ে নিয়ে গেছে নৌকার সমর্থকরা। এসব ঘটনা লিখিতভাবে রির্টানিং কর্মকর্তাকে জানানো হলেও কোন প্রতিকার মিলছে না। উল্টো আমার প্রচার কাজে ভীতি সঞ্চার করার জন্য সাজানো মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *