1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  3. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
গোপনে নেত্রকোনা সমিতির কমিটি গঠনের তীব্র নিন্দা
মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২, ১২:৩৪ পূর্বাহ্ন

গোপনে নেত্রকোনা সমিতির কমিটি গঠনের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
প্রতিবাদ

গত ৩ জানুযারি নেত্রকোনা সমতির মেয়াদোত্তীর্ণ কমিটি কর্তৃক অবৈধভাবে পুনলায় রাতের আঁধারে গুটি কয়েক ব্যাক্তি মিলে পরবর্তী মেয়াদের কমিটি নামের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এতে করে ময়মনসিংস্থ নেসত্রকোনা সমিতির সদস্যরা প্রচন্ডভাবে হতাশা ব্যক্ত করেন ও ক্ষুব্ধ হন।

উল্লেখ্য নেত্রকোনা সমিতির কমিটির মেয়াদ শেয় হয়েছে তিন বছর আগে। পরবর্তীতে সমিতির সদস্যরা নতুন কমিটি গঠনের জন্য বারবার তাগদা দিলেও তা না তরে গত বছরের ১লা নভেম্বর গোপনে কমিটি গঠনের প্রক্রিয়া গ্রহণ করলে সেখানে ময়মনসিংহস্থ সচেতন নেত্রকোনাবাসী উপস্থিত হয়ে প্রতিবাদ জানায়। তারই ফলশ্রুতিতে ৫ নভেম্বর একটি সাধারণ সভায় উপস্থিত হয়ে সচেতন নেত্রকোনাবাসী মেয়াদোত্তীর্ণ কমিটির সাথে সমন্বয়ের লক্ষ্যে কার্য সম্পাদক করে সমন্বয় কমিটি চলতি বছরের ৭ জানুয়ারি রিপোর্ট পেশ কল্পে সাধারণ সভা আহবান করলে মেয়াদোত্তীর্ণ কমিটি গত ৩ জানুয়ারি তড়িঘরি করে কাউকে না জানিয়ে অতি কয়েকজনের নাম প্রকাশ করে যা হীন নেক্কারজনক। এতে বিভ্রান্ত না হয়ে নেত্রকোনাবাসীকে ৭ জানুয়ারি সাধারণ সভায় অংশ গ্রঅনুরোধ জানিয়েছেন সাবেক সভাপতি প্রফেসর মো. আব্দুল হাই ও সাবেক সাধারণ সম্পাদক তৈমুর ইয়ার চৌধুরী।

Girl in a jacket

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক