1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
  2. kaiu.m.hrd@gmail.com : newsdesk10 :
  3. 33ewrwr@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
গুজবের বিল এখন দর্শনীয় স্থান
মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১২:৫৯ অপরাহ্ন

গুজবের বিল এখন দর্শনীয় স্থান

শামিম ইশতিয়াক, ত্রিশাল
  • আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
ত্রিশাল

প্রতিবন্ধী কিংবা শারিরীক অক্ষম যে কেউ বিলের পানিতে ডুব দিলেই হয়ে যাচ্ছে সুস্থ, চোখে দেখেনা অন্ধ ব্যক্তির ও নাকি দৃষ্টি ফিরেছে বিলের পানিতে ডুব দিয়ে, হাজার হাজার মানুষ প্রতিদিন এসে ভীড় জমানো শুরু করে এখানে, ভীড় মোকাবেলা করতে হিমশিম খেতে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত শুরু হয় তোলপাড়।

গত দুই বছর আগে এমন ঘটনা ঘটে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চেচুয়া বিলে, কে বা কারা এমন গুজব রটিয়েছে তার হদিস জানা ছিলোনা কারো, কিন্তু কুসংস্কার আচ্ছন্ন হয়ে বিলের পানিতে ডুব দিতে শুরু করে হুজুগে জনগণ, শুধু বিলের পানিতে ডুব দেওয়াই নয়, বিলের ময়লা পানি পান করাও শুরু করে তারা, তাতে অসুস্থ হয়ে উঠে অনেকেই, অত:পর ত্রিশাল থানা পুলিশ পদক্ষেপ নেয় এই কর্মকান্ড বন্ধের, নিষিদ্ধ করে এই বিলে প্রবেশের।

Girl in a jacket

ঘটনাচক্রে দুই বছর পরে বর্তমানে এই বিলে আবার ভীড় শুরু করেছে, বিলে এখন দেখা মিলছে লাল পদ্মের, পদ্মের সৌন্দর্যে বিলে এখন চোখ মেললেই কাজ করে প্রশান্তির, প্রতিদিন অনেক দর্শনার্থী ভীড় জমাচ্ছে এখানে, নৌকায় ঘুরছে বিলে, অথচ এখানেই ছিল দুই বছর আগে গুজবের ভীড়।

সৌন্দর্য রক্ষায় ইতিমধ্যে বিলে ফুল তুলা নিষিদ্ধ করা হয়েছে, ঘুরতে আসা মানুষকেও সহযোগিতা করছে এলাকাবাসী, দর্শনার্থীদের নিয়মানুবর্তিতায় হয়ত এভাবেই প্রতি বছর বিলটি হয়ে উঠবে একটি সৌন্দর্যপূর্ণ স্থান হিসেবে, যা ত্রিশাল উপজেলার নতুন একটি দর্শনীয় স্থানের সূচনা করবে বলে মনে করছেন সচেতন জনগণ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক
আপনি কি ময়মনসিংহের খবর সবার আগে পেতে চান? অনুগ্রহ করে হ্যাঁ অপশনে ক্লিক করুন না হ্যাঁ