বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের খোঁজখবর নিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্রের পল্টন অফিসে যান মহাসচিব। সেখানে গিয়ে তার সাথে কথা বলেন এবং শারীরিক খোঁজখবর নেন।
উল্লেখ্য, গতকাল শনিবার ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটক হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। বিএনপির এই নেতাকে তার অফিসে পৌঁছে দেয় গোয়েন্দা পুলিশ।