গফরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা

গফরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানাময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাংগাব সৌদিয়া বাজার এলাকায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত দুইজনকে শাস্তি প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে এই অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইদুল ইসলাম ও মনোরঞ্জন বর্মণ।

জানা যায়, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘণের দায়ে ১৫ ধারা মোতাবেক দুইজন অভিযুক্তকে ৫০ হাজার টাকা অনাদায়ে তিন মাসের জেলে দেওয়া হয়। স্থানীয় মোক্তার খান অর্থ পরিশোধ করতে না পারায় তাকে জেল দেওয়া হয়। সেইসঙ্গে তার ড্রেজার ও নৌকা জব্দ করা হয়। তবে জরিমানা আদায় করে আরেক অভিযুক্ত মাসুম গাজীকে ছেড়ে দেওয়া হয়।

Share this post

scroll to top