ময়মনসিংহের গফরগাঁওয়ে অপহরণের এক দিন পর নবী হোসেন ওরফে সিয়াম (১৭) নামের এক কলেজছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত থাকা অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়।
অপহৃত নবী হোসেন উপজেলার খারুয়া বড়াইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ও গফরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী।
গ্রেফতাররা হলেন ত্রিশাল উপজেলার পাটুলী দক্ষিণপাড়া গ্রামের মরহুম গিয়াস উদ্দিনের ছেলে তুহিন মিয়া (২৬) ও মান্দাটিয়া মোড়লবাড়ি গ্রামের আ: লতিফের ছেলে আকাবর হোসেন (২৪)।
অপহৃত কলেজ শিক্ষার্থীর মামা মোহাম্মদ বিল্লাল জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নবী হোসেন বাড়ি-সংলগ্ন বাজার থেকে গফরগাঁও সদরে কোচিং করার জন্য অটোরিকশা উঠার পর অপহরণ হয়। রাতে অপহরণকারীরা মোবাইল ফোনে সর্বশেষ ৫০ হাজার টাকা দাবি করে এবং টাকা না পেলে তাকে হত্যার হুমকি দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে পাশের ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় সেনবাড়ী এলাকায় অভিযান চালিয়ে কলেজশিক্ষার্থীকে উদ্ধার করা হয়। ওই সময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, কলেজছাত্রকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণের সাথে জড়িত থাকা অভিযোগে দু’জনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।