ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন একজন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত এক দিনে আরও ২৩ কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময় মৃত্যু হয়নি কারও। বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৩৩২টি নমুনা পরীক্ষা করে ওই ২৩ জনের কোভিড শনাক্ত হয়।
গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত কোভিড রোগীদের মধ্যে ১৯ জনই ঢাকার বাসিন্দা। এর বাইরে ময়মনসিংহে একজন এবং সিলেটে তিনজন করে কোভিড রোগী শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।