খুনি ব্রেন্টনকে আটকানো নাঈমকে পাকিস্তানের জাতীয় পদক দেয়ার ঘোষণা ইমরানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রোববার ঘোষণা দিয়েছেন, ক্রাইস্টচার্চের ঘটনায় নিহত মিয়া নাঈম রশিদকে মরনোত্তর জাতীয় পুরস্কারে ভূষিত করা হবে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে হামলার সময় তিনি হামলাকারীকে থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে পাকিস্তানের এই ‘বীর’ মারা যান।

প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় জানান, পাকিস্তান নাঈম রশিদের জন্য গর্বিত। তিনি হামলাকারীকে আটকাতে গিয়ে শহীদ হয়েছেন। এই সাহসিকতার পরিচয় জাতীয় পুরস্কারের মাধ্যমে স্মরণ করা হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্রাইস্টচার্চের ঘটনার শিকার সকল পাকিস্তানিদের সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত।

শুক্রবারের ঘটনায় নয়জন পাকিস্তানি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top