খাশোগি হত্যার নির্দেশদাতা যুবরাজ নয় : সৌদি আরব

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সাথে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে সৌদি আরব। খাশোগি হত্যার নির্দেশ বিন সালমান দেননি বলে শুক্রবার ফের জানিয়েছে সৌদির শীর্ষপর্যায়ের কর্মকর্তারা। এ ছাড়া খাশোগি হত্যার এক বছর আগে খাশোগির মুখ বন্ধ করতে যুবরাজ ‘বুলেট’ ব্যবহারের নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক টাইমস যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটিও প্রত্যাখ্যান করেছে সৌদি প্রশাসন।

দ্য নিউইয়র্ক টাইমসের খবর সম্পর্কে সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল-আল-জুবায়ের বলেন, ভিত্তিহীন উৎস থেকে তৈরি করা এসব রিপোর্ট সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। অতীতেও এরকম অনেক খবর বের হয়েছিল। এসময় তিনি জানান, খাশোগি হত্যার নির্দেশদাতা যুবরাজ সালমান নয়।

২০১৮ সালে ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক খাশোগি। এরপর খাশোগি হত্যাকা-ে সৌদি যুবরাজের জড়িত থাকার ব্যাপারেও অভিযোগ তুলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা। কিন্তু বরাবরই যুবরাজ জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে সৌদি আরব।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top