খশোগি হত্যা নিয়ে ট্রাম্পের বক্তব্য হাস্যকর : তুরস্ক

‘সিআইয়ের মতো গোয়েন্দা সংস্থা সৌদি কনস্যুলেটের বাগানে হেঁটে বেড়ানো বিড়ালের লোমের রঙ কী তাও জানে। আর কারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে সেটা জানে না, এটা হতেই পারে না। এটা মার্কিন জনগণ বা বিশ্বের জনগণের কাছে বিশ্বাস যোগ্য নয়। এমন মন্তব্য করেছেন তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির ডেপুটি চেয়ারম্যান নুমান কুর্তুলমুস।

তিনি অভিযোগ করেছেন, খাশোগি হত্যাকাণ্ডের ঘটনাটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেখেশুনেও উপেক্ষা করার চেষ্টা করছেন।

মঙ্গলবার ট্রাম্প বলেন, খাশোগি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক মহলের নিন্দা সত্ত্বেও সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের মতোই থাকবে। ট্রাম্পের মন্তব্যকে ‘হাস্যকর’ বলে অভিহিত করে তুরস্ক। নুমান কুর্তুলমুস বলেন, ‘গতকালের বক্তব্য ছিল একটা হাস্যকর বিবৃতি’।

মঙ্গলবারের বিবৃতিতে ট্রাম্প স্বীকার করেন, সৌদি জুবরাজ সালমান ‘হয়ত খাশোগির হত্যার বিষয়ে খুব ভালো করেই জানতেন’। এরপরেই তিনি যোগ করেন, ‘হয়ত সে জানত, হয়ত বা সে জানত না।’ পরে ট্রাম্প বলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এই হত্যার বিষয়ে ‘শতভাগ’ নিশ্চিত কোনও মতামত দেয়নি।

আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে নিশ্চিত হয়েছে সিআইএ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *