ক্রেডিট কার্ড আকৃতির পাম স্মার্টফোন

ছোট আকৃতির নতুন স্মার্টফোনের বিক্রি শুরু করেছে পাম। ক্রেডিট কার্ড আকারের ১০ মিলিমিটার পাতলা ও ৯৬.৫ মিলিমিটার লম্বা এই ডিভাইসটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড চালিত ছোট এই ডিভাইসটির জন্য অনেক অ্যাপও পাওয়া যাবে। আর নোটিফিকেশনের ঝামেলা কমাতে এতে রয়েছে ‘লাইফ মোড’। ৩.৩ ইঞ্চির ক্ষুদ্র এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৪৪৫-পিপিআই এলসিডি পর্দা। স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসরযুক্ত এই স্মার্টফোনে রয়েছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। ডিভাইসটির ব্যাটারি পুরো একদিন স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে। আর স্মার্টফোনটি স্ট্যান্ডবাই মোডে তিন দিন স্থায়ী থাকবে বলেও দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। চলতি বছরের অক্টোবরে নতুন এ স্মার্টফোনটি উন্মোচন করে পাম। আইফোনের যুগ শুরু হওয়ার আগে বাজারে যে কয়টি স্মার্টফোন ব্র্যান্ড দাপটের সাথে ছিল, তার একটি হলো ‘পাম’। প্রতিষ্ঠানের নতুন ক্ষুদ্রাকৃতির স্মার্টফোন একটি পূর্ণ আকৃতির ডিভাইসের ‘সঙ্গী ফোন’ হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই পাম স্মার্টফোনটির বাজার মূল্য বলা হয়েছে ৩৫০ ব্রিটিশ পাউন্ড।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top