ঢাকাWednesday , 14 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে নৌকা ডুবে এক নারীর মৃত্যু, নিখোঁজ ২

Link Copied!

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে নৌকাডুবিতে রেনু বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন পুলিশ সদস্যসহ দুইজন।

নিহত রেনু বেগম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চরআদরা গ্রামের জাবেদ তরফদারের স্ত্রী।

আজ বুধবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের মাজনাবাড়ি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান, জামালপুরের সরিষাবাড়ি নৌকাঘাট থেকে ২৭ জন যাত্রী নিয়ে একটি বিয়ের নৌকা নদীপথে বগুড়ার সারিয়াকান্দি যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের মাজনাবাড়ি ঘাট এলাকায় পৌঁছলে নৌকাটি যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে। এসময় প্রচন্ড বাতাস ও যমুনার উত্তাল ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। অনেকেই সাঁতরিয়ে নদী পার হয়ে ডাঙ্গায় উঠে প্রাণে রক্ষা পায়। খবর পেয়ে কাজিপুর ও সরিষাবাড়ি ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিস কর্মীরা দুপুর ২টার দিকে যমুনা নদী থেকে রেনু বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করে। বিকেল সাড়ে চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কনস্টেবল বেল্লালসহ দুইজন নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযান চলছিল।

নিখোঁজ পুলিশ কনস্টেবল বেল্লাল হোসেন ময়মনসিংহ ডিআইজি অফিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।