ঢাকাFriday , 26 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনার তীব্রতায় মস্তিষ্কের ক্ষতি হতে পারে: গবেষণা

Link Copied!

করোনাভাইরাস শুধু শ্বাসতন্ত্রের নয়, মস্তিষ্কেরও ক্ষতি করে বলে প্রাথমিক সমীক্ষায় উঠে এসেছে। হাসপাতালে ভর্তি হওয়া কোভিড-১৯ রোগীদের নিয়ে করা জরিপে জানা গিয়েছে, এই রোগ জটিল আকার ধারণ করলে স্ট্রোক, মস্তিষ্কে প্রদাহ, পক্ষাঘাত ও ডিমনেসিয়া হতে পারে।

বৃহস্পতিবার দ্য ল্যানসেটের সাইকিয়াট্রি জার্নালে এই গবেষণার প্রাথমিক ফল প্রকাশিত হয়েছে। গবেষকরা বলেছেন, কোভিড-১৯ রোগের কারণে স্নায়ুবিক জটিলতার মাত্রা নিয়ে প্রথমবার বিস্তারিত প্রকাশ করেছে। করোনার কারণে মস্তিষ্কের ক্ষতি হওয়ার কারণ ও এর চিকিৎসা প্রক্রিয়া জানতে আরও বৃহৎ আকারে গবেষণা প্রয়োজন বললেন তারা।

গবেষণার নেতৃত্বে থাকা ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক সারাহ পেট বলেছেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া কোভিড-১৯ রোগীর মস্তিষ্ক সংক্রান্ত জটিলতা নিয়ে এটা একটা গুরুত্বপূর্ণ চিত্র পাওয়া গেছে। এই ভাইরাসকে পরিপূর্ণভাবে বোঝার জন্য তথ্য সংগ্রহে এটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।’

সমীক্ষায় যুক্তরাজ্যের ১২৫ জন আক্রান্তের বিস্তারিত তথ্য ব্যবহার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।