cbmc mymensinghময়মনসিংহ শহর থেকে ১০ কি.মি দূরে ১৯৯৫ সনে ১৩ একর জমির উপর গড়ে উঠেছে বৃহত্তর ময়মনসিংহের একমাত্র বেসরকারী মেডিকেল কলেজ ‘‘কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (সিবিএমসি)’’। ছাত্রছাত্রীদের প্রশিক্ষনের জন্য কলেজের সাথে তৈরী করা হয়েছে ৫০০ শয্যা বিশিষ্ঠ একটি হাসপাতাল। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশাল ক্যাম্পাস এবং আবাসিক হোস্টেল। এছাড়াও রয়েছে লাইব্রেরী, কম্পিউটার এবং ইন্টারনেটের সুব্যবস্থা, কমন রম্নম এবং টিচার্স- স্টুডেন্ট্স ফোরাম। প্রতি সপ্তাহে ১টি করে সেমিনার অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রীদের ক্লিনিক্যাল শিক্ষার জন্য। এ পর্যমত্ম কলেজ থেকে ৪৪৮ জন এমবিবিএস কোর্স সম্পন্ন করে বের হয়েছে। বৃহত্তর ময়মনসিংহের একমাত্র বেসরকারী মেডিকেল কলেজ ‘‘কমিউনিটি বেজড মেডিকেল কলেজ’। এটি ১৯৯৫ সালে কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখানে ১ বছর মেয়াদী হাতে-কলমে শিখনসহ (Internship) স্নাতক পর্যায়ের ৫ বছর মেয়াদি এম.বি.বি.এস. শিক্ষাক্রম চালু রয়েছে।

এ কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হচ্ছেন মরহুম মোফাখখারুল ইসলাম। বর্তমান এক্সিকিউটিভ প্রেসিডেন্ট প্রফেসর সিদ্দিকুর রহমান।

সম্প্রতি এক্সিকিউটিভ প্রেসিডেন্ট প্রফেসর সিদ্দিকুর রহমান, ট্রেজারার প্রফেসর সাবিবর আহমেদের উদ্দ্যোগে হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও স্বচ্ছতা আনয়নের লক্ষে সকল বিভাগে সফটওয়্যার চালু করা হয়েছে।