1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ওমানে গোপন মিটিং করায় আওয়ামীলীগ মনোনীত নারী এমপি আটক : মুচলেকায় মুক্তি
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন

ওমানে গোপন মিটিং করায় আওয়ামীলীগ মনোনীত নারী এমপি আটক : মুচলেকায় মুক্তি

মানবজমিন এর সৌজন্যে
  • আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
খাদিজাতুল আনোয়ার সনি

ওমানে রাজনৈতিক মিটিং করতে গিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সফরসঙ্গীসহ আটক হয়েছেন সংরক্ষিত মহিলা আসন (চট্টগ্রাম)-এর এমপি খাদিজাতুল আনোয়ার সনি। মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউজ মাস্কাট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন তিনি। থ্রিস্টার মানের ওই হোটেলে তার থাকার কথা ছিল, কিন্তু মিটিং করার কোনো অনুমতি ছিল না। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

ঢাকা ও মাস্কাটের একাধিক দায়িত্বশীল সূত্র বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন ঘটনাটি শুনেছেন বলে জানালেও তিনি বিস্তারিত অবহিত নন বলে দাবি করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি মানবজমিনের সঙ্গে আলাপে ওমান পুলিশি বাধায় মহিলা এমপির মিটিং ভুন্ডুল হওয়ার তথ্য পেয়েছেন বলে স্বীকার করেছেন। তার দাবি অনুমতি না নিয়ে এমপি বৈঠকে বসেছিলেন, পুলিশ এসে সেটি বন্ধ করে দিয়েছে। আটক বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি বিস্তারিত জানেন না বলে দাবি করেন।

উল্লেখ্য, খাদিজাতুল আনোয়ার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। ২০ ফেব্রুয়ারি ২০১৯ তিনি শপথ নিয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের কবির আহমেদ সওদাগর বাড়ির সন্তান সনি ওই এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারের মেয়ে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক