1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন

ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার রাজধানীর দিলকুশায় হোটেল পূর্বাণীতে এ ইশতেহার ঘোষণা করেন ফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন।

ইশতেহার পড়ে শোনান নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজয়ী হলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাসহ ইশতেহারে ১৪টি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছে ফ্রন্ট।

প্রতিশ্রুতির মধ্য রয়েছে- জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সর্বদলীয় সত্যানুসন্ধান ও বিভেদ নিরসনে কমিশন গঠন করা হবে,
হত্যা ও গুম পুরোপুরি বন্ধ করা হবে।

ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হবে।

নির্বাচনকালীন সরকারের বিধান তৈরি করা হবে।

পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না।

পুলিশ ও সামরিক বাহিনী ব্যতীত সরকারি চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা থাকবে না।

সরকারের দুর্নীতি তদন্ত করে বিচার করা হবে।

জেলা পরিষদ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে।

পিএসসি জেএসসি পরীক্ষা বাতিল করা হবে।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১২ হাজার টাকা। প্রথম বছরে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হবে না।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক