ঢাকাSaturday , 9 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এ কেমন আউট? ভারতের ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং

Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০’তে শোচনীয় পরাজয়ের পর দ্বিতীয়টিতে জিতেছে ভারত। কিন্তু বিতর্ক যে রয়ে গেল। ম্যাচে ড্যারিল মিচেলের আউট নিয়ে চলছে তুমুল বিতর্ক। শুক্রবার মাত্র এক রান করলেন মিচেল। কিন্তু আউট হলেন বিতর্কিত সিদ্ধান্তে। বল তার ব্যাট ছুঁয়ে লাগল প্যাডে। সেটা স্পষ্ট দেখা গেলো হটস্পটে। তার পরও রিভিউয়ে এলবিডব্লিউ হলেন মিচেল। প্রশ্ন উঠে গেল ডিআরএস পদ্ধতি নিয়ে। হটস্পটে স্পষ্ট উঠল ব্যাটে বল লাগার দাগ। তবে তাতে তোয়াক্কা করলেন না আম্পায়ার।

অকল্যান্ডের ইডেন পার্কে ভারত সাত উইকেটে জিতলেও মিচেলের আউট নিয়ে বেশি কথা হলো।

ঘটনাটা নিউজিল্যান্ডের ইনিংসের ষষ্ঠ ওভারের। ক্রুনাল পান্ডেয়ার ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন মিচেল। আম্পায়ারের সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করে রিভিউ নেন নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান। আকারে-ইঙ্গিতে তিনি বারবার বোঝাতে থাকেন যে, বল তার ব্যাট ছুঁয়ে প্যাডে গিয়ে লেগেছে। শেষমেশ রিভিউতেও সেটাই দেখা যায়।। কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিলেন।

পরে জানা যায়, স্নিকোয় ব্যাটে বল লাগার কোনো শব্দ ধরা পড়েনি। তাই তৃতীয় আম্পায়ার শন হেগ মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত বহাল রাখেন। পুরো ঘটনায় হতাশ মিচেল। আম্পায়ারের এমন বিতর্কিত সিদ্ধান্তে বিস্মিত হন কেন উইলিয়ামসনও। তিনি আম্পায়ারের কাছে প্রতিবাদ জানান।

এর পর মহেন্দ্র সিংহ ধোনি কথা বলেন কেন উইলিয়ামসনের সাথে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও এগিয়ে এসে বোঝাতে থাকেন তাকে। এর পর আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠ ছাড়েন মিচেল। কিন্তু বিতর্ক পিছু ছাড়ে না ভারতের। উঠছে সমালোচনার ঝড়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।