এবার চীন সীমান্তে ভারতীয় সৈন্যের মৃত্যু!

কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় সৈন্যের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই দেশটির আরো সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কাশ্মিরেই ওই ঘটনার পর নিহত হয় আরো ৫ সৈন্য। এবার হিমালচল প্রদেশ। ভয়ঙ্কর বরফ ধসে একাধিক সৈন্যের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বুধবার হিমালচল প্রদেশের কিন্নরের ভারত-চীন সীমান্তের কাছে ভয়াবহ বরফ ধসের কবলে পড়ে ভারতীয় সেনাবাহিনী। জেকে রাইফেলস ইউনিটের একাধিক সৈন্যের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছেল বাকি পাঁচজন নিখোঁজ।

কিন্নরের ডেপুটি কমিশনার গোপাল চাঁদ জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচজনের খোঁজে তল্লাশি চলছে। সকাল ১১ টা নাগাদ ধস নামে কিন্নরের শিপকালার কাছে। আইটিবিপির একাধিক সৈন্য সেই ধসে আটকে পড়ে। পরে তাদের উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সেনাবাহিনী ও আইটিবিপি-র দুটি দল প্যাট্রলিং করছিল। সেই সময় এই ঘটনা ঘটে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর জানিয়েছেন, এখনো পাঁচ সৈন্যর সন্ধান পাওয়া যায়নি। তিনি আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রাজ্য সরকার সবরকম সাহায্য করবে। কিন্নরের কমিশনারকে পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ঘটনার খবর পেয়েই কিন্নরে ছুটে যায় জেলার প্রশাসনিক প্রতিনিধিরা। ঘটনাস্থলে উদ্ধারের কাজ করছেন অন্তত ১৫০ সৈন্য।

গত জানুয়ারিতেই এরকমই একই ধসের কবলে পড়ে সেনাবাহিনী। ভোররাতে কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সেনাবাহিনীর পোস্টের ওপরে আছড়ে পড়ে তুষার ধস। ওই ধসে মৃত্যু হয় এক জওয়ানের।

ভোর চারটে নাগাদ নিয়ন্ত্রণ রেখায় রাষ্ট্রীয় রাইফেলসের সাওজিয়ান পোস্ট ঢাকা পড়ে যায় তুষার ধসে। দুর্ঘটনার পরই উদ্ধারকার্য নামে সেনাবাহিনী। চাপা পড়ে যাওয়া তাঁবু থেকে বের করে আনা হয় আটকে পড়ে সৈন্যদের।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top