1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ঈশ্বরগঞ্জ দূর্বার সমাজ ক্লাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৩৭ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জ দূর্বার সমাজ ক্লাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
treeplantation

“সুস্থ সবল থাকতে চাই,বেশি করে গাছ লাগাই” এই স্লোগানের ব্যানারে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “ঈশ্বরগঞ্জ দূর্বার সমাজকল্যাণ ক্লাবের” উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের “চরনিখলা মদিনাতুল কোরআন নূরানীয়া ও হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে বনজ ও ফলজ বৃক্ষ রোপন করা হয়ছে। এসময় মেহগনি, একাশী,কাঁঠাল ক্লাবের উদ্যোগে কয়েক ধাপে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করবে। কেননা গাছ আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার। প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করাই সংগঠনের কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মশিউর রহমান কাউসার, কোষাধ্যক্ষ ছাবিবুর ইসলাম শাকিল,দপ্তর ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ সুমন, সহকারী শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম, এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, বখতিয়ার মাহমুদ বিপুল, মেহেদী হাসান,রাকিবুল হাসান তুহিন,মোঃ ফয়সাল, সৌরভ মিয়া, এহসানুল হকসহ আরো অনেকেই। ক্লাবের এরকম কর্মসূচি দেখে আমরা খুবই খুশি। ভবিষ্যতে আরও ভিন্ন রকম সামাজিক উন্নয়নমূলক কাজ করবে সংগঠনটি এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক