ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা পরিষদ চত্বরে ভাড়া দেওয়া দোকান থেকে ১০ লিটার চোলাই মদসহ উপজেলার পৌরসভার দত্তপাড়া গ্রামের মৃত রশিদ আলীর ছেলে কাজল মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।
বুধবার (১২ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
জানা যায়, কাজল মিয়া দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ভিতরে অবস্থিত তার চায়ের দোকানে চোলাই মদ বিক্রি করে আসছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাদী মোহাম্মদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ তাকে আটক করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।