1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ঈশ্বরগঞ্জে হুইল চেয়ার পেয়ে খুশি ৯৯ বছর বয়সী ফজর আলী
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:১৫ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে হুইল চেয়ার পেয়ে খুশি ৯৯ বছর বয়সী ফজর আলী

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
ঈশ্বরগঞ্জ-হুইল-চেয়ার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘ ৪/৫ বছর ধরে বিছানায় পড়ে থাকা ৯৯বছর বয়সী ফজর আলীকে পৌরসভার উদ্যোগে একটি হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। হুইল চেয়ারে বসতে পেরে হাসি ফুটেছে পক্ষাঘাতগ্রস্থ ফজর আলীর মুখে। বুধবার পৌর কার্যালয়ে ফজর আলীকে হুইল চেয়ারটি উপহার দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।

জানা যায়, উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র ফজর আলী (৯৯) দীর্ঘ ৪/৫ বছর যাবৎ শারীরিক অসুস্থতায় চলাচল করতে পারেন না। পরিবারটি অসচ্ছল হতদরিদ্র হওয়ায় একটি হুইল চেয়ার কিনার সামর্থ্য ছিলনা। বিষয়টি মেয়রের দৃষ্টিগোচর হলে তিনি পৌর সভার রাজস্ব তহবিল থেকে একটি হুইল চেয়ার প্রদান করেন।

হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমি, সাংবাদিক রতন ভৌমিক, মো. সেলিম, মোহাম্মদ আলী, ৩নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল মোতালেব প্রমুখ।

হুইল চেয়ার পেয়ে ফজর আলী পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টাকার অভাবে দীর্ঘদিন যাবত চলাচল করতে পারেন না। হুইল চেয়ারটির দ্বারা আমি এখন নিজে নিজে চলাচল করতে পারবো। হুইল চেয়ারটি আমার অনেক উপকারে লাগবে। আমি মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক