1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
storm strome ঝড় ১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে জহুরা খাতুন (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তিন নারীসহ আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (১৪ জুন ২০২৩) সকালে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। জহুরা ওই গ্রামের মোস্তফার স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের নাজমা বেগম (৪২), শরিফা আক্তার (৪২), রোকসানা খাতুন (৪০) ও রফিকুল ইসলাম (২০)।

জানা যায়, সকালে জহুরাসহ ওই তিন নারী রান্নাঘরে কাজ করছিলেন। রফিকুল ইসলাম বসতঘরে ছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে জহুরা আহত হন। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহাগী ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যুসহ চারজন আহত হয়েছে বলে শুনেছি। তবে লিখিতভাবে কেউ বিষয়টি জানায়নি।’

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিন নারীসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক