ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রথমবারের মতো উপজেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সাহিত্য মেলায় উপজেলার তৃণমূলসহ সর্বস্থরের অর্ধ শতাধিক কবি, সাহিত্যিক, গবেষক, গীতিকার, সুরকার, শিল্পীরা অংশ গ্রহন করেন। এ সাহিত্য মেলা চলবে দু’দিনব্যাপী।
বাংলা একাডেমির সমন্বয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পর্যায়ে সাহিত্যকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্দেশ্যেই এ সাহিত্য মেলার আয়োজন করা হয়।
ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান প্রমুখ।