1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
ইন্দোনেশিয়ায় আবারো আঘাত হানতে পারে সুনামি
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় আবারো আঘাত হানতে পারে সুনামি

ময়মনসিংহ লাইভ কর্তৃক প্রকাশিত
  • আপডেট সময় : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

বিশেষজ্ঞরা রোববার সতর্ক করে বলেছেন, ইন্দোনেশিয়ায় আবারো সুনামি আঘাত হানতে পারে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট সুনামির আঘাতে দুই শতাধিক লোক প্রাণ হারানোর একদিন পর তারা এমন কথা বললেন। খবর এএফপি’র।

ব্রিটেনের দ্য ওপেন ইউনিভার্সিটির ডেভিড রোথারি বলেন, আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অংশ সমুদ্রগর্ভে ধসে পড়ার কারণে এ সুনামি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আনাক ক্রাকাতোয়া হচ্ছে একটি নতুন দ্বীপ যা ১৯২৮ সালের দিকে সৃষ্টি হয়। ১৮৮৩ সালে সেখানে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনায় কমপক্ষে ৩৬ হাজার মানুষ প্রাণ হারান।

প্যারিস-সাউথ বিশ্ববিদ্যালয়ের জ্যাকুইস-ম্যারি বার্দিন্টজেফ বলেন, বিশেষ করে গত জুন মাস থেকেই আগ্নেয়গিরিটি সক্রিয় রয়েছে।

শনিবার আঘাত হানা সুনামিটি বিগত ছয় মাসের মধ্যে ইন্দোনেশিয়ায় আঘাত হানা তৃতীয় সুনামি ছিল।

দেশটিতে ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং এসব আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। আর প্রশান্ত মহাসাগরের এ অঞ্চলে মাঝেমধ্যেই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক