আড়াই মাস বয়সী শিশু চুরি, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ঘুমন্ত মা-বাবার কোল থেকে আড়াই মাস বয়সী শিশু সন্তান চুরি হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল বিশারীঘাটা গ্রামে রোমহর্ষক এই ঘটনাটি ঘটে। অপহৃত শিশুর নাম আবদুল্লাহ। সে ওই গ্রামের দলিল লেখক সোহাগ হাওলাদারের ছেলে। রাতের আধারে ঘরের গ্রিল কেটে আড়াইমাস বয়সী শিশু আব্দুল্লাহকে নিয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে সোমবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে শিশুটির মুক্তির জন্য দুর্বৃত্তরা মোবাইল ফোনে দশ লাখ টাকা ‘মুক্তিপণ’ দাবি করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিশু আবদুল্লাহর পিতা সোহাগ বলেন, সোমবার ভোররাত ৩টার দিকে অসুস্থ্য ছেলেকে ওষুধ খাওয়ানো হয়। এর পরে তাদের অপর সন্তান সুমাইয়া ও আব্দুল্লাহকে নিয়ে ঘুমিয়ে পড়েন তারা। রাত সাড়ে ৪ টায় জেগে দেখেন, বিছানায় তার শিশু সন্তান আব্দুল্লাহ নেই। এমনকি পাশে রাখা মোবাইল ফোনটিও ছিল না। পরে খোঁজাখুজি করতে গিয়ে দেখতে পান জানালার গ্রীল খোলা, দরজা খোলা।
তিনি আরো বলেন, ঘরের অন্যান্য কক্ষের সকল দরজা বাইরে থেকে আটকিয়ে রেখে যায় দুর্বৃত্তরা।

সোহাগের স্ত্রী রেশমা বেগম বলেন, ওষুধ খাওয়ানোর পরে আব্দুল্লাহকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে তারা ঘুমিয়ে পড়েন। সে আমার কোলের মধ্যেই ছিল। কিভাবে আমার সন্তানকে নিয়ে গেছে টের পাইনি।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এই মূহুর্তে স্পষ্ট করে বলা যাচ্ছে না।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top