‘আসন্ন বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান’

বিশ্বক্রিকেটের সেরা মঞ্চে এযাবৎ ছ’বার একে অপরের মুখোমুখি হয়েছে যুযুধান দুই দেশ। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত শেষ হাসি হাসতে পারেনি ইমরান, মিয়াঁদাদের দেশ। তবে ইতিহাস বদলাতে পারে এবার। সরফরাজ আহমেদের দল আসন্ন বিশ্বকাপে প্রস্তুত ভারতকে হারাতে। সাফ জানিয়ে দিলেন সেদেশের সাবেক ক্রিকেটার মইন খান।

দেশীয় সংবাদমাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে পাকিস্তানের বিশ্বজয়ী দলের সদস্য জানান, মিথ ভেঙে আসন্ন বিশ্বকাপে প্রতিবেশ দেশকে হারাতে তৈরি পাকিস্তান। উল্লেখ্য, আগামী ১৬ জুন বিশ্বকাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। আর সরফরাজের নেতৃত্বাধীন দলের সাম্প্রতিক যা অবস্থান, তাতে করে শক্তিশালী ভারতকে না হারানোর কোনও কারণ নেই তাঁর দেশের। এমনটাই মত দেশের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী দেশের প্রাক্তন মুখ্য নির্বাচক এর পিছনে কিছু কারণ দেখিয়েছেন। মইনের মতে, ‘সরফরাজ আহমেদের দলে বর্তমানে এমন কিছু প্রতিভা রয়েছে যা ভারতের বিরুদ্ধে তাদের জয় এনে দিতে সক্ষম। এছাড়া দলতার গভীরতাও দুর্দান্ত।’ মইনের আরও মত, ‘ইংল্যান্ডের মাটিতে গত কয়েকবছর ধরে যথেষ্ট ভালো ফলাফল করছে পাকিস্তান। পাশাপাশি বিশ্বকাপে খেলতে নামার আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগবে পাক দলের।’

বিশ্বকাপ শুরুর আগে সেদেশের জল-আবহাওয়ায় মানিয়ে নেয়ার জন্য তিন সপ্তাহের প্রস্তুতি শিবির করবে পাকিস্তান দল। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়ান ডে ক্রিকেটে উইকেটের পিছনে দস্তানা হাতে দু’শোরও বেশি ক্যাচের মালিক। এমনকি বিশ্বকাপের মত আসরে দলনায়ক হিসেবে সরফরাজ আহমেদকেই প্রথম পছন্দ হিসেবে বেছেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন মুখ্য নির্বাচক মইন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে ইংল্যান্ড-ওয়েলসে অধিনায়ক করে পাঠানোর সিদ্ধান্তকে সঠিক মনে করে তার মত, ‘এই দলে সরফরাজের চেয়ে ভালো নেতৃত্বদানের ক্ষমতা কারো নেই।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top