1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ লাইভ ডেস্ক
আন্দোলনে নেমেছে ময়মনসিংহের নটরডেম কলেজ শিক্ষার্থীরা
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

আন্দোলনে নেমেছে ময়মনসিংহের নটরডেম কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
নটরডেম কলেজ আন্দোলন

করোনার সময কলেজ বন্ধ থাকার পরও ৬ মাসের বেতন বেশি নেয়ায় আন্দোলনে নেমেছে ময়মনসিংহের নটরডেম কলেজ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গাঙ্গিনাপাড় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে ২য় বর্ষের শিক্ষার্থীরা। তবে তাদের বিক্ষোভ চলাকালেন কয়েকজন শিক্ষক হুমকি ধামকি দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি বানচাল করতে চেয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে দেশের সব কলেজকে ইতোমধ্যে করোনার কারণে চলতি উচ্চ মাধ্যমিক সেশন দেরিতে শুরু হওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে ১৮ মাসের বেতন আদায় করার নির্দেশনা দেয়। এদিকে মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ছয় মাসের বেতনের টাকা শিক্ষার্থীদের ফেরত না দিয়ে তালবাহানা করে নটরডেম কলেজ কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা দ্বিতীয় বারের মত বিক্ষোভ মিছিল করে।

এদিকে বিক্ষেভের পর কলেজের জরুরী সভায় শিক্ষার্থীদের ছয় মাসের বেতন ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ এমনটিই জানিয়েছেন বাংলা বিভাগের প্রভাষক নূরুল হুদা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

এই বিভাগের আরও সংবাদ
Mymensingh-IT-Park-Advert
Advert-370
Advert mymensingh live
©MymensinghLive
প্রযুক্তি সহায়তা: ময়মনসিংহ আইটি পার্ক