আজহারীর হাতে মুসলমান হওয়া সেই ১১ জনকে ভারতে পাঠিয়েছে পুলিশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর কাছে কালেমা পড়ে মুসলমান হওয়া সেই ১১ জনকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রামগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. ফজলুর রহমান জানান, বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে সোমবার তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা হলেন- সুজাতা, শেফালি, রাজা, সমা, রেখা সুর্য, শ্যামলী, কোয়েল, মিতালী ও শঙ্কর অধিকারী। এদের মধ্যে ২ জন শিশু ও ৪ জন কিশোর-কিশোরী রয়েছে। যদিও ধর্মান্তরিত হওয়ার পর তারা নাম পরিবর্তন করেন।

ধর্মান্তরিত শঙ্কর অধিকারী ওরফে মনির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা গত ২০১৯ সালের আগস্ট মাসে ২ মাসের ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করি। এরপর আমরা আমাদের পৈতৃক বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ইছাপুর গ্রামে থেকে যাই। আমার মা ফাতেমা বেগম সংরক্ষিত নারী আসনের চন্ডীপুর ইউপির একজন সদস্য।’

বেনাপোল ইমিগ্রেশন ওসি মাসুম বিল্লাহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, ‘তারা পাসপোর্টধারী যাত্রী, নিয়ম অনুযায়ী নিজ দেশে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ফিরে গেছে। যদি তেমন কোনো সমস্যা থাকত, আমরা সে বিষয়টি দেখতাম।’

Share this post

scroll to top